
মালয়েশিয়ায় এক নারী অদ্ভুত এক বিপদে পড়েন—চেয়ারের ছিদ্রে তার আঙুল আটকে যায়! নিজে ও পরিবারের নানা চেষ্টার পরও মুক্ত করতে না পেরে শেষ পর্যন্ত তাকে ফায়ার সার্ভিসের সহায়তা নিতে হয়। ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক ভাইরাল হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ওই নারী একটি প্লাস্টিকের চেয়ারে বসতে গিয়ে হঠাৎ তার একটি আঙুল চেয়ারের ছোট ছিদ্রে ঢুকে আটকে যায়। পরিবার ও প্রতিবেশীরা বিভিন্ন উপায়ে আঙুল বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে সতর্কতার সঙ্গে আঙুলটি মুক্ত করেন। পুরো ঘটনাটি ভিডিও করে অনলাইনে প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওটি ঘিরে অনেকেই হাস্যরসাত্মক মন্তব্য করলেও, কেউ কেউ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলেন—‘এ ধরনের আসবাব ব্যবহার করার সময় সাবধান থাকা জরুরি।’
ঘটনার পর জানা গেছে, ওই তরুণী এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো বড় ধরনের আঘাত পাননি।