
ঢাকার চীন দূতাবাস স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট শর্ত শিথিল করেছে। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান থেকে অব্যাহতি দেওয়া হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, স্বল্পমেয়াদি ভিসার ক্ষেত্রে চীনে ১৮০ দিনের বেশি থাকার অনুমতি নেই।
প্রাসঙ্গিক নিয়ম অনুযায়ী, ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট জমা দিতে হয়। এ ধরনের ভিসা অনুযায়ী চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হয়।
ভিসা সম্পর্কিত আরও তথ্যের জন্য ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য দূতাবাস অনুরোধ জানিয়েছে।