
বিশ্বব্যাপী দক্ষ পেশাজীবী, ব্যবসায়ী ও পর্যটকদের আকৃষ্ট করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন চার ধরনের ভিজিট ভিসা চালুর পাশাপাশি বেশ কয়েকটি পুরনো ভিসার নিয়ম ও শর্তে আনা হয়েছে গুরুত্বপূর্ণ সংশোধন।
সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (ICP) ঘোষণা করেছে, চারটি নতুন ভিজিট ভিসা চালুর পাশাপাশি বর্তমান ভিসা ব্যবস্থায় একাধিক সংস্কার কার্যকর হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন এবং বিনোদন খাতে বৈশ্বিক মেধাবীদের আকৃষ্ট করে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি জানান, “স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ের বর্তমান এবং ভবিষ্যতের প্রেক্ষাপট বিশ্লেষণ করেই এই পরিবর্তনগুলো আনা হয়েছে।”
নতুন নীতিমালায় যেসব পরিবর্তন আনা হয়েছে, তা মূলত সংযুক্ত আরব আমিরাতে বসবাস, কাজ কিংবা ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য প্রক্রিয়াকে আরও সহজতর ও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে। এতে একদিকে যেমন মানুষের জীবনমান উন্নত হবে, তেমনি বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
চারটি নতুন ভিজিট ভিসার বিবরণ
প্রথমত, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিশেষজ্ঞদের জন্য চালু করা হচ্ছে বিশেষ ভিসা। প্রযুক্তি-ভিত্তিক কোনো প্রতিষ্ঠানের স্পন্সর থাকলে, এক বা একাধিকবার আমিরাতে প্রবেশের সুবিধাসহ নির্দিষ্ট মেয়াদে এই ভিসা মিলবে।
দ্বিতীয়ত, বিনোদনপ্রেমীদের জন্য চালু হচ্ছে ‘এন্টারটেইনমেন্ট ভিসা’। যেসব ব্যক্তি কেবল ভ্রমণ বা বিনোদনের উদ্দেশ্যে আমিরাত আসবেন, তাদের জন্য এটি প্রযোজ্য।
তৃতীয়ত, 'ইভেন্ট ভিসা'-এর আওতায় থাকছে উৎসব, মেলা, প্রদর্শনী, সম্মেলন এবং খেলাধুলাসহ নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য অনুমতি। এই ভিসা পেতে হলে আয়োজক (সরকারি বা বেসরকারি) প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র বাধ্যতামূলক।
চতুর্থত, ক্রুজ জাহাজে কর্মরতদের জন্য একটি বিশেষ ভিসা চালু হচ্ছে, যা একাধিকবার আমিরাতে প্রবেশের সুযোগ দেবে। এতে স্পনসর হতে হবে অনুমোদিত কোনো প্রতিষ্ঠানকে এবং জমা দিতে হবে ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা।
অন্যান্য ভিসায় নতুন নিয়ম
পণ্য পরিবহণে নিযুক্ত ট্রাকচালকদের জন্য চালু হচ্ছে একক বা একাধিকবার প্রবেশযোগ্য ভিসা। এই ভিসার জন্য মাল পরিবহন ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানকে স্পন্সর হতে হবে এবং নির্দিষ্ট ফি, অর্থনৈতিক গ্যারান্টি ও স্বাস্থ্য বিমা থাকা বাধ্যতামূলক।
‘রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ড ভিসা’ বিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ঘনিষ্ঠ আত্মীয়দের আমন্ত্রণ জানাতে জামিনদারের মাসিক আয় হতে হবে ন্যূনতম ৪ হাজার দিরহাম। দূর সম্পর্কের আত্মীয়দের ক্ষেত্রে এই পরিমাণ ৮ হাজার দিরহাম, আর বন্ধুকে আমন্ত্রণ জানাতে হলে জামিনদারের মাসিক আয় থাকতে হবে কমপক্ষে ১৫ হাজার দিরহাম।
যারা আমিরাতে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য এখন প্রমাণ দিতে হবে যে, তাদের যথাযথ আর্থিক সক্ষমতা রয়েছে অথবা আমিরাতের বাইরে একই ধরনের ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা বা প্রতিষ্ঠান আছে।
বিশেষ ও মানবিক ভিসা সংক্রান্ত নিয়ম
বিশেষ পরিস্থিতিতে মানবিক কারণে এক বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হবে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতায় আক্রান্ত দেশের নাগরিকদের ক্ষেত্রে আইসিপির মহাপরিচালক চাইলে জামিনদার ছাড়াই আবাসনের অনুমতি দিতে বা তা নবায়ন করতে পারবেন। তবে অনুমতি নিয়ে কেউ দেশত্যাগ করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বিদেশি নারীরা যদি আমিরাতের নাগরিক স্বামীর মৃত্যুর পর বা বিবাহবিচ্ছেদের পর ছেলেমেয়ে না থাকেন, তবে তারা স্পনসর ছাড়াই আমিরাতে থাকতে পারবেন, তবে এ ক্ষেত্রে আবেদনের সময় থেকে ছয় মাসের মধ্যে আবেদন করতে হবে।
একই নিয়ম প্রযোজ্য বিদেশি পুরুষদের ক্ষেত্রেও। যদি তিনি সন্তানের দায়িত্ব নিজে নেন এবং দেশটির ভেতরে অবস্থান করেন, তবে ছয় মাসের মধ্যে আবেদন করে এই সুবিধা নিতে পারবেন। শর্ত হলো, বিচ্ছেদ বা মৃত্যুর সময় স্পনসর অবশ্যই স্বামী হতে হবে।
এ ছাড়া যদি কোনো মা তার সন্তানদের নিয়ে আমিরাতে থাকার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে তাকে অবশ্যই সন্তানের আইনি অভিভাবক হতে হবে।
এইসব ভিসার ক্ষেত্রে নির্ধারিত আর্থিক সক্ষমতা এবং উপযুক্ত আবাসনের প্রমাণ দিতে হবে। প্রয়োজন অনুযায়ী ও যথাযথ কারণ দেখাতে পারলে ভিসার মেয়াদ বাড়ানোও সম্ভব।
সূত্র: গালফ নিউজ