রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ কিছু শর্ত দেন পুতিন।
রবিবার (১৭ আগস্ট) সিএনএন ইউরোপীয় নেতাদের উদ্ধৃত করে জানায়, পুতিন ট্রাম্পকে জানিয়েছেন, ইউক্রেন যদি যুদ্ধ বন্ধ চায়, তাহলে পূর্বাঞ্চলের পুরো দনবাস রাশিয়ার হাতে তুলে দিতে হবে।
বদলে পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইউক্রেনের অন্যান্য ফ্রন্টলাইন—যেমন খেরসন এবং জাপোরিঝিয়ায়—যুদ্ধ বন্ধ করে দেবেন। এছাড়া ইউক্রেন কিংবা ইউরোপের অন্য কোনো দেশে হামলা চালাবেন না বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়া পুতিন আরও দাবি করেন, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের ‘মূল কারণ’ সমাধান করতে হবে। এর অর্থ ইউক্রেনকে তার সেনাবাহিনী ছোট করতে হবে, ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা বাদ দিতে হবে এবং একটি নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হতে হবে।
বৈঠক শেষে ট্রাম্প ইউরোপীয় নেতাদের পুতিনের শর্তগুলো জানান। এ সময় এসব শর্ত স্পষ্টভাবে উঠে আসে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি এসব শর্ত পূরণ হয়, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো সম্ভব। তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এ বিষয়ে হোয়াইট হাউজে আলোচনা করবেন।
ইউরোপীয় নেতাদের মতে, যুদ্ধ বন্ধ হলে ট্রাম্প ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা পরিষ্কার নয়।







.png)




