রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।
চীনের তিয়ানজিনে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের পর, ১ সেপ্টেম্বর পুতিন ও মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। রাশিয়া-চীন নেতৃত্বাধীন এই সম্মেলনটি ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
উশাকভ বলেন, “ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এছাড়া, আগামী ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে আসবেন, এবং সেই সফরের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে।”
এদিকে, গত মে মাসে পাকিস্তান-ভারত সংঘাতের বিষয়টি গুরুত্ব না দেওয়ার এবং রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে আগস্টের প্রথমদিকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে ট্রাম্প। এর ফলে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের উপর নির্ধারিত মোট রপ্তানি শুল্ক ৫০ শতাংশে পৌঁছায়।
এই নতুন শুল্কের পর, ভারতের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়, তবে ভারত এখনও শুল্ক প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে কোনো আনুষ্ঠানিক আবেদন বা আলোচনা প্রস্তাব করেনি।
এছাড়া, ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এই বর্ধিত শুল্ক আরোপের আগে, মোদিকে এক দিনে চারবার ফোন করেন ট্রাম্প; তবে মোদি তার ফোন গ্রহণ করেননি।
সূত্র: এনডিটিভি