.webp)
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এলপিজি বহনকারী একটি ট্রাক ভয়াবহ বিস্ফোরণে ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে, এতে পঁচিশ জন নিহত এবং কমপক্ষে ষাট জন আহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার ইজতাপালাপা এলাকার একটি জনবহুল সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেওয়ালে ধাক্কা খায়। ট্রাকটিতে তখন প্রায় ৫০ হাজার লিটার এলপিজি ছিল। ধাক্কার সঙ্গে সঙ্গে প্রবল বিস্ফোরণ ঘটে এবং ট্রাক আগুনে ঢলে পড়ে। বিস্ফোরণের আঘাতে আশপাশের অন্তত ৩০টি গাড়িতেও আগুন লেগে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই প্রাণ হারান, বাকি ১৫ জন হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যার কয়েকজনের অবস্থা সংকটজনক। ইতোমধ্যে ৩৮ জনকে চিকিৎসা শেষে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতা এবং অতিরিক্ত গতিই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ।