
সরকারি বেতন কাঠামোর আওতাভুক্ত (এমপিওভুক্ত) শিক্ষকদের চলমান আন্দোলন নতুন মোড় নিচ্ছে। ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা জানিয়ে দিয়েছেন, দাবি মানা না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আন্দোলনরত শিক্ষকরা এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সরকার যদি সোমবার রাতের মধ্যেই কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে পরদিন ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতিও চলবে বলে জানান তারা।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা হারে চিকিৎসা ভাতা এবং আন্দোলন চলাকালে পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদ।
আন্দোলনকারী শিক্ষকরা বলেন, “দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন।”