
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের ‘রাজপথে যুগপৎ আন্দোলনের কর্মসূচি’ গণতন্ত্রের জন্য শুভ নয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “আমি মনে করি, এটার (কর্মসূচি) প্রয়োজন ছিলো না। আলোচনা তো শেষ হয়নি এখনো। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।”
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-এর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল প্রশ্ন ছুঁড়ে বলেন, “এভাবে রাজপথে এলেই সমাধান হয়ে যাবে?” তিনি জানান, আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
মির্জা ফখরুল আরও বলেন, “আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিবর্তনের পরে আমরা কোনো ইস্যুতে রাজপথে আসিনি। আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমরা বিশ্বাস করি এটা আলোচনা মাধ্যমে শেষ হবে।”
পিআর পদ্ধতির বিষয়ে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা বারবারই বলেছি, পিআর-এর ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা পিআর-এর পক্ষে নই। আমরা মনে করি বাংলাদেশের পিআর-এর কোনো প্রয়োজনীয়তা নেই। আর জুলাই সদনের আলোচনা চলছে। অনেকগুলো ইস্যুতে আমরা একমত হয়েছি, সেই বিষয়গুলো সামনে নিয়ে এলেই হয়।”
তিনি আরও বলেন, “যেটাই করা হোক, সেটাতে জনগণের সমর্থন সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মাধ্যমে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে আসবে। সংসদই একমাত্র অধিকার রাখে সংবিধান পরিবর্তন বা সংশোধন করার।”
জাতীয় পার্টিসহ ১৪ দলের নিষিদ্ধকরণ বিষয়ে ফখরুল বলেন, “এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিস্কার করে আগেও বলেছি, এখনো বলছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।”