.jpg)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনোদিন “উড়ে এসে জুড়ে বসা” দল নয়, বরং দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগানোর জন্য বিএনপি প্রস্তুত।
বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, “বছরের পর বছর নির্যাতন-নিপীড়নের পরও বিএনপিকে দমাতে বা বিলীন করতে পারেনি। যাদের কাল জন্ম হয়েছে, যারা মুক্তিযুদ্ধের সময় ভিন্ন অবস্থানে ছিল, তারাও আজ বিএনপিকে নানা কথা বলে।”
মির্জা ফখরুল এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যে কোনো নেতার নামে নয়, স্লোগান হবে কেবল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।”