
বিএনপি অভিযোগ করেছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে একটি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে বিভ্রান্ত না হতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার (১ নভেম্বর) গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে বলা হয়, “পুরোনো সংবাদ সম্মেলনের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিবের কণ্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও গণমাধ্যমে প্রচার করা হয়েছে—যেখানে বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন। এ ধরনের ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “জনমনে বিভ্রান্তি তৈরির জন্য কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে কাল্পনিক ভিডিও প্রচার করছে। দেশের জনগণ, দলের নেতা-কর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।”