
ভারতের বিহারে আবারও ইতিহাস গড়লেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)- এর সভাপতি নীতিশ কুমার। টানা দশম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি স্বাধীনতা পরবর্তী ভারতের রাজনীতিতে নতুন রেকর্ড স্থাপন করলেন। ১৯৪৭ সালের পর কোনো রাজ্যে একক ব্যক্তি বা দলের এতবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার উদাহরণ আর নেই।
নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোট যদি সাংবিধানিক মেয়াদ অনুযায়ী পুরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে, তবে তিনি ভারতের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী মুখ্যমন্ত্রী হিসেবেও নতুন মাইলফলক গড়বেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ। ৩০ সদস্যের মন্ত্রিসভায় বিজেপি পেয়েছে ১৬টি মন্ত্রণালয়, আর জেডিইউ-এর হাতে যায় ১৪টি।
বিহার বিধানসভার মোট আসন ২৪৩। দুই ধাপে- ৬ ও ১১ নভেম্বর ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ভোট পড়েছে ৬৭ শতাংশ। ফল ঘোষণা করা হয় ১৪ নভেম্বর।
এ নির্বাচনে মুখ্য লড়াই ছিল বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের মধ্যে। ঘোষিত ২৪২টি আসনের মধ্যে এনডিএ জয় পেয়েছে ২০২টিতে, আর মহাগঠবন্ধন জিতেছে ৩৫টি আসনে।
জোটের ভেতরে সবচেয়ে বেশি ৮৯টি আসন পেয়েছে বিজেপি। নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে ৮৫টি। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি আসনে জয়, আর জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পার্টি পেয়েছে ৫টি আসন।
গান্ধী ময়দানের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুও অনুষ্ঠানে যোগ দেন।