
ঘন কুয়াশার আঁধারে চাঁদপুরের মেঘনা নদীতে ঘটে যাওয়া এক ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মধ্যবর্তী নদীপথে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অংশ নেওয়ার পর ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। রাতের তীব্র কুয়াশার মধ্যে ঝালকাঠিগামী ওই লঞ্চটির সঙ্গে সম্রাট নামের আরেকটি লঞ্চের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুই লঞ্চের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝালকাঠি জেলা পুলিশ ও নৌপুলিশ লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয়। আহত যাত্রীদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, তারা সাত থেকে আটজনের মৃত্যুর খবর পেয়েছেন।
এই দুর্ঘটনার পর নৌপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।