
নিজের জন্মভূমি পাবনায় দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি তার পঞ্চমবারের পাবনা সফর।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান। এর আগে সকাল ৯টায় তিনি ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে সফরের জন্য রওনা হন।
সকাল পৌনে ১০টায় সার্কিট হাউস প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তুজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন এবং এরপর নিজের বাসভবনে সময় কাটাবেন। নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। সফরের দ্বিতীয় দিনে, রোববার সকালে, গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর। ১৬ মাস পর তিনি পাবনা গিয়েছেন। ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তিনি ইতোমধ্যে চারবার পাবনা সফর করেছেন।
রাষ্ট্রীয় কার্যক্রমের ধারাবাহিকতায়, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৫ মে তার প্রথম, ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয় এবং ৯ জুন চতুর্থবারের মতো তিনি পাবনায় সফর করেন।