
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে এক এসআই, এক এএসআই ও দুই কনস্টেবলসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
তিনি জানান, “ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদেরও আটক করা হয়েছে।”
এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হন সাংবাদিক আহমাদ ওয়াদুদ। তিনি জানান, একদল ছিনতাইকারী তার ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। তবে অভিযোগ রয়েছে, দায়িত্বরত পুলিশ সদস্যরা তখন দায়িত্বশীল আচরণ করেননি। এ অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।