
তেহরান থেকে যদি কোনো ধরনের হুমকি আসে, তাহলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বৃহস্পতিবার (১০ জুলাই) ইসরায়েলি বিমানবাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
কাটজ বলেন, ইসরায়েলকে হুমকি দিলে তেহরান, তাবরিজ বা ইসফাহানের মতো যেকোনো জায়গায় হামলা চালানো হবে। ইসরায়েলের অস্ত্র যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম এমন বার্তাও তিনি দেন। তার ভাষায়, "আমরা যদি ফিরে আসি, তাহলে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে আসব।"
এর আগে, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন ধরে চলা সংঘাতের কারণে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ২৩ জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
সংঘাতের শুরু হয় যখন ইসরায়েল অভিযোগ তোলে যে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এরপর তেহরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। যদিও ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।
তবে এসব অস্বীকার সত্ত্বেও উত্তেজনা প্রশমিত হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রও ইরানে সামরিক হামলা চালায়। পরিস্থিতি এখনো জটিল অবস্থায় রয়েছে।