
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী এবং আইনজীবী পিয়া জান্নাতুল। তিনি প্রশ্ন রেখেছেন, এতগুলো প্রাণ হারানোর এই মর্মান্তিক ঘটনার দায়ভার আসলে কে নেবে?
গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উত্তরায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আছড়ে পড়লে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং অন্তত ১৬৫ জন আহত হয়েছেন।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে পিয়া লিখেছেন, “মাইলস্টোন স্কুলের সেই ভয়াবহ দুর্ঘটনায় কতগুলো নির্দোষ প্রাণ ঝরে গেল শিশু, শিক্ষক, অভিভাবক, পথচারী এক ঝলকে সব শেষ হয়ে গেল আগুনের লেলিহান শিখায়।”
তিনি আরও বলেন, “এই ভয়াবহ ঘটনার দায়ভার কার সরকার, বিমানবাহিনী, না অন্য কেউ? নাকি এটিও অন্যান্য ঘটনার মতো কিছুদিন পরেই আমাদের স্মৃতি থেকে মুছে যাবে?”
পিয়া জোর দিয়ে বলেন, “উত্তর প্রয়োজন, জবাবদিহিতা প্রয়োজন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু আজকের জন্য নয়, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য।
দেশজুড়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও দুর্ঘটনাটি নিয়ে শোকাহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চলেছেন।
সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত পরিকল্পনার বিষয়েও এখন নতুন করে প্রশ্ন তুলছেন অনেকে, বিশেষ করে জনবহুল এলাকায় এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার যৌক্তিকতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।