
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের তিন দিন পেরিয়ে গেলেও নিখোঁজ রয়েছেন পাঁচজন। নিখোঁজদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক রয়েছেন বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সময় স্কুল শাখার ভবনটিতে অবস্থান করছিলেন যারা, তাদের মধ্যে ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবক প্রাণ হারান। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।
এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫১ জন। আহতদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া এবং একজন পিয়ন রয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা এখনো সংকটজনক বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতির মধ্যে সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তেই গোটা দেশকে শোকস্তব্ধ করে দেয়। পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।