
রাজনৈতিক উত্তেজনার মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে ঘটেছে ব্যতিক্রমী এক প্রতীকী প্রতিবাদ। উপজেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের কর্মীরা প্রবেশ করায় ক্ষুব্ধ হয়ে এক মণ দুধ দিয়ে কার্যালয় ধুয়ে ‘শুদ্ধি অভিযান’ চালিয়েছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
বুধবার (৬ আগস্ট) রাতে কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের নেতৃত্বে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়। কার্যালয়ের প্রবেশপথ ও চত্বর বালতিভর্তি দুধ দিয়ে ধুয়ে দেওয়া হয়।
ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতারা জানান, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় বিএনপির একাংশ আওয়ামী লীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করে। তাদের অভিযোগ, এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি ‘গণঅভ্যুত্থানের চেতনায়’ আঘাত এসেছে।
এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিন বলেন, “ঐতিহাসিক অভ্যুত্থান দিবসের চেতনাকে কলঙ্কিত করেছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এ প্রতীকী কর্মসূচি। আওয়ামী লীগের এজেন্টরা পার্টি অফিসে ঢুকে যা করেছে, তা ক্ষমার অযোগ্য। তাই এক মণ দুধ দিয়ে আমরা অফিস ধুয়ে পরিষ্কার করেছি। এটাই ছিল আমাদের বার্তা— এই অফিস আর কখনো ফ্যাসিবাদের আস্তানা হতে পারে না।”
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা কার্যালয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং কেউ কেউ বালতিতে করে দুধ ঢেলে অফিস পরিষ্কার করছেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বিষয়টি নিয়ে বলেন, “এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিএনপি একটি আদর্শিক দল। গণঅভ্যুত্থানের মতো গৌরবময় স্মৃতির দিনে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দলীয় কার্যালয় হলো আমাদের সংগ্রামের প্রাণকেন্দ্র, এটি রক্ষা করা যেমন দায়িত্ব, তেমনি শুদ্ধ রাখাও প্রয়োজন। আমি তরুণদের উদ্দীপনা ও দায়িত্ববোধকে সাধুবাদ জানাই, তবে সবকিছু যেন দলীয় শৃঙ্খলার মধ্যে থেকেই হয়। বিএনপি কখনোই ফ্যাসিবাদের দোসরদের স্থান দেবে না।”