
রাঙ্গামাটি জেলায় আজ সংবাদকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলা তথ্য অফিসার রাহুল বণিক, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা।
ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।