
সংবিধান বা লিখিত বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মতে, রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদ প্রতিরোধের একমাত্র পথ হলো জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের যে চর্চা, এই চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী না হলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হতে পারে না।”
তিনি আরও বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে নানা শর্ত বা বাধা তৈরি হলে গণতন্ত্রের উত্তরণ সংকটে পড়বে।
ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পদত্যাগ ও পলায়নের পর এখন ফ্যাসিবাদবিরোধী শক্তি নিজেদের মধ্যে অহেতুক বিতর্কে জড়িয়ে পড়ছে। এটি শহীদদের আত্মত্যাগের অবমাননা। গণতান্ত্রিক ইনসাফভিত্তিক দেশ গড়ার মাধ্যমেই তাঁদের রক্তের ঋণ শোধ করা সম্ভব।”
প্রচলিত রাজনীতির ধারা ভেঙে কাজভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রতিশোধ বা কথার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে গুণগত পরিবর্তন আনতে হবে।”
এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।