
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এতদিনের কূটনৈতিক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আরোপিত নিষেধাজ্ঞাগুলোও কার্যকর হচ্ছে না। তবে অচিরেই কোনো অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে আরও চাপ সৃষ্টির মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি শান্তি চুক্তির দিকে অগ্রসর হতে ব্যর্থ হন, তবে আপনি সবকিছু ঘটতে দেখবেন।”
ট্রাম্প আরও বলেন, “প্রেসিডেন্ট পুতিনের কাছে আমার কোনো আলাদা বার্তা নেই। তিনি জানেন আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং শেষ পর্যন্ত তিনিই সিদ্ধান্ত নেবেন।”
এদিকে ইউরোপীয় মিত্ররা রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। ট্রাম্প জানান, পূর্ব ইউরোপীয় দেশ পোল্যান্ডে মার্কিন সেনার সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, “তারা চাইলে আমরা সেখানে আরও সেনা পাঠাবো। আমরা সব দিক থেকে পোল্যান্ডের পাশে আছি এবং তাদের আত্মরক্ষায় সহযোগিতা করব।”
উল্লেখ্য, ডানপন্থী ইতিহাসবিদ ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্যারল নওরোকি গত মাসে পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার জন্য, পোল্যান্ডের জন্য, আমাদের সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”