
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বিহারের পুর্নিয়া-আরারিয়া অঞ্চলে ‘ভোটার অধিকার যাত্রা’য় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এক সমর্থক তার কাছে গিয়ে কাঁধে চুমু দেন, তবে এরপরই তাকে নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিয়ে চড় মারেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রাহুল মোটরসাইকেল বহর নিয়ে এগোচ্ছেন, সঙ্গে দৌড়াচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এ সময় একজন সমর্থক হঠাৎ এগিয়ে এসে তার কাঁধে চুমু দেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে ধাক্কা দেন এবং একজন তাকে একাধিকবার থাপ্পড় মারেন।
এরপর থেকে যাঁরা রাহুলের কাছাকাছি আসার চেষ্টা করছিলেন, তাদেরকেও ধাক্কা ও চড় মারতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের।
রাহুল গান্ধী গত ১৭ আগস্ট থেকে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন। ১৬ দিনের এই যাত্রায় তিনি মোটরসাইকেলে ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য বিহারের ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদ করা। যাত্রাটি বিহারের ২০টিরও বেশি বিভাগে চলবে এবং আগামী ১ সেপ্টেম্বর পাটনায় একটি জনসভায় শেষ হবে।
সম্প্রতি ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এককভাবে সরকার গঠন করতে সক্ষম হয়, অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, আগামী নির্বাচনে কংগ্রেসের অবস্থান আরও শক্তিশালী হতে পারে।
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদি এবং দেশটির নির্বাচন কমিশনের একজন কট্টর সমালোচক। কয়েকদিন আগে তিনি প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বিতর্ক তুলেন, যেখানে দেখা যায়, একজনের নাম একাধিকবার, এক ঠিকানায় অনেক ভোটার এবং অনেক ভোটারের পিতার নাম একই।
সূত্র: ইন্ডিয়া টুডে