লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যে দলের হাতে তার কর্মী নিরাপদ নয়, সে দলের হাতে বাংলাদেশও নিরাপদ নয়। যে দলের লোকেরা তাদের কর্মীকে ঠান্ডা মাথায় হত্যা করে, নিজের দলের কর্মীর কাছ থেকে যে চাঁদাবাজি করে, সে দলের হাতে বাংলাদেশও নিরাপদ নয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা ইসলামকে বুঝুন, আপনারা জামায়াতে ইসলামীর বিরোধীতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা করবেন না। আমাদের সমালোচনা করলে আমরা খুশি হই, কারণ আমাদের যখন সমালোচনা করেন তখন আমরা যদি এটাকে কারেকশন করে ফেলি, তাহলে তো আমরা আরও জনপ্রিয় হব, ঠিক না? এ জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের যে ভোটারের কাছে এখনও পৌঁছাতে পারিনি, আপনারা ঘরে ঘরে গিয়ে আমাদের দাওয়াতটা দিয়ে যান, এ জন্যও আপনাদের ধন্যবাদ।
নির্বাচনী সভায় লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদের সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, জামায়াত নেতা শামছুল ইসলাম, শহর শিবিরের সেক্রোটারী আবদুল আউয়াল হামদু প্রমুখ।