
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলায় অনুষ্ঠিত বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় কেটে গেছে। আমরা কি সেই ঐক্যের জায়গায় আছি, যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি? আমি তো দেখি না। নুরুল হক নুরকে রক্তাক্ত করতে কারা আঘাত করেছে, তা বের করতে হবে। এটি আরেকটি ষড়যন্ত্র, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। এছাড়া, এটি ফেব্রুয়ারিতে হওয়ার নির্বাচনকেও লক্ষ্য করেছে।
তিনি আরও বলেন, হাসিনার অত্যাচার দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। স্বাভাবিক রাজনীতি নেই, সাধারণ মানুষও মুক্তভাবে চলাফেরা করতে পারছে না। রাজনৈতিক নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হচ্ছে, গুম ও হত্যার মতো বর্বরতা চালানো হচ্ছে।
জামায়াতকে উদ্দেশ্য করে শহীদ উদ্দিন এ্যানি বলেন, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র ফাটল তৈরি হয়, সুযোগটা ফ্যাসিস্টরা নেবে। যারা দেশের শত্রু, তারা দেশের সার্বভৌমত্ব দখল করবে। জুলাই আন্দোলনের প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোর ঐক্য পুনরায় শক্তিশালী করতে হবে, যাতে বাংলাদেশকে রক্ষা করা যায়।
এ সময় সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।
প্রসঙ্গত, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির প্রথম সম্মেলন হয়েছিল ২০১২ সালে। এবার ১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে দ্বি-বার্ষিক সম্মেলন।