.jpg)
সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের পথে এগোচ্ছে। এবার তাদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এই অর্থ সংস্থানের প্রয়োজন।
বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। তাদের মাসিক বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা বৃদ্ধি করলে অতিরিক্ত প্রয়োজন হবে ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা করলে প্রয়োজন হবে ২২৮ কোটি ৪৫ লাখ টাকা। একই সঙ্গে উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা হলে প্রয়োজন হবে আরও ৮৪ কোটি টাকা। সব মিলিয়ে মোট ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের দাবি করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টার চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং জীবনমান উন্নয়নের জন্য ভাতা বৃদ্ধি জরুরি। এতে তাদের পেশাদারি বৃদ্ধি পাবে এবং দেশের শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে অবকাঠামো উন্নয়নে বেশি অর্থ ব্যয় করা হয়েছে, যা শিক্ষকদের জীবনযাত্রায় বৈষম্য সৃষ্টি করেছে। এই বৈষম্য দূর করতে এবং তাদের সামাজিক অবস্থান শক্তিশালী করতে বাজেট বৃদ্ধির প্রয়োজন।
শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বৃদ্ধি করা হয়েছিল। তবে ৫০ শতাংশের ওপরে না হওয়ায় হতাশা তৈরি হওয়ায় এবার ৭৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।