
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এই আয়োজনের সূচনা হয়েছে মঙ্গলবার (৫ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত একটি সাইকেল র্যালির মাধ্যমে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যাত্রা শুরু করে এই র্যালি পৌঁছায় ফতেহ গণভবনে। এতে অংশ নেন শিবিরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগের শিক্ষার্থীরা।
শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সেই উপলক্ষ্যেই আমরা এই সাইকেল র্যালির আয়োজন করেছি এবং তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নিয়েছেন।
আবু সাদিক আরও বলেন, গত বছর আমরা যে আন্দোলনে অংশ নিয়েছিলাম, সেখানে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকাও উড়েছিল। আজ আমরা সেই ঐক্য, চেতনা এবং আবেগ আবার ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনো স্বাধীন হয়নি। আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ, খুব দ্রুতই ফিলিস্তিনও স্বাধীনতা অর্জন করবে।
শিবিরের তিন দিনব্যাপী এই কর্মসূচিতে থাকছে ‘জুলাই বিপ্লব’ স্মরণে বিশেষ চিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি স্ক্রিনিং, বিপ্লব বিষয়ক গান ও কবিতা পরিবেশনা, শহীদ পরিবার এবং আহত আন্দোলনকারীদের স্মৃতিচারণ, নাটক, মাইম, প্ল্যানচেট বিতর্ক এবং আলোচনা সভা।
আয়োজকরা জানিয়েছেন, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জুলাই বিপ্লবের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ইতিহাসকে সাংস্কৃতিকভাবে উপস্থাপন করা।