
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়ে ১৭ জন সন্ত্রাসীকে নিহত করা হয়েছে। নিহতরা সকলেই পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী শুক্রবার এএফপিকে নিশ্চিত করেছেন যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এর দু’দিন আগে, বুধবার, প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৩ জন টিটিপি সন্ত্রাসী নিহত হয়।
খাইবার পাখতুনখোয়ার আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা। প্রদেশটি দীর্ঘদিন ধরে পাকিস্তানের তালেবানপন্থি দল টিটিপির ঘাঁটি হিসেবে পরিচিত। চলতি অভিযানে যারা নিহত হয়েছেন, তারা সবাই টিটিপির সক্রিয় সদস্য ছিলেন।
২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনারা সরে যাওয়ার পর তালেবান কাবুল দখল করে। এরপর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানের জন্য ২০২৪ সাল ছিল অত্যন্ত সহিংস। ওই বছরের মধ্যে দেশজুড়ে মোট ১৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা গত এক দশকের মধ্যে ৪০ শতাংশ বেশি। এই হামলায় ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বিপরীতে, নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন ২০২৪ সালে ৯৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
সূত্র: এএফপি