
বাংলাদেশে ছাত্রদলকে দমন করার ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ‘বিষ দাঁত’ উপড়ে ফেলতে সক্ষম।
রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় রাকিবুল ইসলাম আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের অভিভাবক তারেক রহমানের নির্দেশ পেলেই সারা দেশে কার্যকর অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অনেকে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। সমাবেশের শুরুতে গত ১৫ বছরে ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে নিহতদের স্মরণ করা হয়।
নাছির উদ্দীন বলেন, স্বৈরাচারী সরকারের সময় আন্দোলন করতে গিয়ে ছাত্রদলের বহু নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। সাবেক সভাপতি ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি সেই নিপীড়নের একটি উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।
সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকে কপালে ও মাথায় জাতীয় এবং দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের লোগো সংবলিত ব্যানার ও ব্যান্ড পরে অংশ নেন। অনেকের হাতে ছিল ছাত্রদল ও বিএনপির পতাকা।