
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। সেই গোপালগঞ্জ থেকেই একটি বড় মিছিল এসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সমাবেশে যোগ দিয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে মিছিলটি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশস্থলে পৌঁছায়।
মিছিলটি শহীদ মিনার চত্বরে প্রবেশ করলে মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়, “গোপালগঞ্জ জেলা থেকে একটি বিশাল মিছিল এনসিপির সমাবেশে যোগ দিয়েছে। তাদের অভিনন্দন ও স্বাগত জানানো হচ্ছে।
এর আগে দুপুর থেকেই এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। তারা দলীয় স্লোগানের পাশাপাশি জুলাইয়ের গণঅভ্যুত্থানে ব্যবহৃত জনপ্রিয় স্লোগানগুলোও দিচ্ছিলেন।
সমাবেশ কেন্দ্র করে শহীদ মিনার এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কগুলোতে জনস্রোত লক্ষ্য করা গেছে। যদিও দলীয়ভাবে অংশগ্রহণকারী বাসগুলোকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল, তারপরও গণিত ভবনের আশেপাশে অনেক বাস দেখা গেছে।
সমাবেশস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠান ঘিরে ঢাকার প্রাণকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।