
নেপালে সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্ত এবং দুর্নীতির বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিক্ষোভে প্রাণহানি বেড়ে ১৪ জনে পৌঁছেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এই বিক্ষোভ চলছিল, যাতে আরও শত শত ব্যক্তি আহত হয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ এখন হিমালয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে।
পুলিশ বিক্ষোভ দমন করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে। বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণ জনতা বলেন, ভেতর থেকে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী জনতার আন্দোলনে উসকানি দিচ্ছে। আজ আমরা ইতোমধ্যে জয়ী হয়েছি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুর্নীতি দমন দাবি করে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনী চড়াও হয়েছে। টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামানের আঘাতে বহু মানুষ আহত হয়েছেন।