
দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিবিসির ঘোষণায় জানানো হয়, এ সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় রাজনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন তারেক রহমান। দুই পর্বে ভাগ করা এই সাক্ষাৎকারটি প্রচারিত হবে সোমবার ৬ অক্টোবর এবং মঙ্গলবার ৭ অক্টোবর।
উভয় দিন সকাল ৯টায় বিবিসি বাংলার অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি দেখা যাবে।
প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে স্বনির্বাসনে রয়েছেন তারেক রহমান। সেখান থেকেই ভার্চ্যুয়ালি দলের নানা কার্যক্রমে যুক্ত থেকে বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তবে এতদিন সরাসরি কোনো গণমাধ্যমে অংশগ্রহণ বা সাক্ষাৎকার দেননি তিনি।
এ কারণে তারেক রহমানের এই সাক্ষাৎকারকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে চলতি বছরের ৫ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।