
ঢাকার সাভার উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে সরকার, বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, এই সিদ্ধান্ত আগামী সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এরপর থেকে সাভারে শুধুমাত্র টানেল কিলন এবং হাইব্রিড হফম্যান কিলন প্রযুক্তি ছাড়া অন্য কোনো ধরনের ইটভাটায় ইট পোড়ানো যাবে না।
পরিপত্রে বলা হয়, পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ধারা ৫ অনুযায়ী এই ঘোষণা দিয়েছে। এর ফলে, শুধুমাত্র নির্ধারিত প্রযুক্তিনির্ভর ইটভাটাগুলো চালু থাকতে পারবে।
এছাড়া, উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টি করতে পারে—এমন নতুন শিল্প স্থাপনের জন্য পরিবেশগত ছাড়পত্র প্রদান নিষিদ্ধ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাভারের বার্ষিক বায়ুগুণমান জাতীয় সীমার প্রায় তিন গুণ বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে আসা বাতাসে দূষণ ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে, যা সেখানে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সরকারের প্রত্যাশা, এই পদক্ষেপের মাধ্যমে সাভারসহ ঢাকায় বায়ুদূষণ হ্রাস পাবে এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। পরিবেশ রক্ষায় এই ঘোষণা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।