
রাজধানীর হাইকোর্টের সামনে সড়ক থেকে এক অজ্ঞাতপরিচয় পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের বিপরীতে একটি গাছের নিচে রাখা দুটি ড্রামের ভেতর থেকে ওই মরদেহের অংশগুলো পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি একজন পুরুষের। তবে তার নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা লাশটি সেখানে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশের একাধিক দল ঘটনার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজে মাঠে কাজ শুরু করেছে।