
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের জন্য যেন স্বাভাবিক জীবনধারা আরও জটিল হয়ে উঠছে। নিরাপত্তা হুমকি ও বিভিন্ন বিধিনিষেধের মাঝে এবার তার সম্পত্তি বিক্রির খবর চমকে দিয়েছে ভক্তদের। জানা গেছে, মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার একটি ফ্ল্যাট সম্প্রতি বিক্রি করে দিয়েছেন ‘ভাইজান’ খ্যাত এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত ১ হাজার ৩১৮ স্কয়ার ফুট আয়তনের একটি ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা) বিক্রি করেছেন সালমান খান। চলতি জুলাই মাসেই ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
তবে ঠিক কী কারণে তিনি এই ফ্ল্যাট বিক্রি করলেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে তিনি বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন, যেটি তার দীর্ঘদিনের বাসভবন। নতুন বিক্রি করা ফ্ল্যাটটি তার বর্তমান বাসা থেকে মাত্র ২.২ কিলোমিটার দূরে।
পশ্চিম বান্দ্রা অঞ্চলটি মুম্বাইয়ের অন্যতম অভিজাত এবং ব্যয়বহুল আবাসিক এলাকা হিসেবে পরিচিত। এখানে শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খান, রেখা ও কৃতি শ্যাননের মতো তারকারা বসবাস করেন।
এদিকে সালমান খানের ক্যারিয়ারে সাম্প্রতিক সময়ে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘সিকান্দার’ বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। ২০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং এতে সালমানের বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। সিনেমাটি মুক্তি পায় গত ৩০ মার্চ।
সিনেমার ব্যর্থতা এবং ফ্ল্যাট বিক্রির মতো খবর একসঙ্গে ভেসে আসায় সালমান ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ এই পদক্ষেপকে সাময়িক ‘পুনর্গঠন’ বলে মনে করলেও, অনেকে এর পেছনে আরও গভীর কোনো কারণ রয়েছে বলেও সন্দেহ করছেন।