
ক্ষমতা বিকেন্দ্রীকরণে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়াকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা আরোপের প্রয়োজন নেই।
শনিবার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপের ১৫তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন বলেন, “এক ব্যক্তি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কি না এটি নির্ভর করবে সংশ্লিষ্ট দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ওপর। দলীয় প্রধানই প্রধানমন্ত্রী হবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। পার্লামেন্টারি দলের মধ্য থেকেই বিষয়টি নির্ধারিত হবে।”
তিনি জানান, কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা পদে আলাদা আলাদা ব্যক্তি থাকতে হবে। তবে বিএনপি মনে করে, এটি দলীয় স্বাধীনতার বিষয় এবং গণতন্ত্রের চর্চার সঙ্গে সম্পর্কযুক্ত।
বিএনপির পক্ষ থেকে যুক্তি তুলে ধরে সালাহউদ্দিন বলেন, যুক্তরাজ্যসহ অনেক সংসদীয় গণতন্ত্রে দলের প্রধানই প্রধানমন্ত্রী হন, এবং এটি কোনোভাবে অসাংবিধানিক নয়।
তিনি আরও বলেন, “শুধু দলীয় প্রধান হওয়াটাই প্রধানমন্ত্রিত্বে অযোগ্যতার কারণ হতে পারে না। বরং, কোনো বাধ্যবাধকতা ছাড়া একটি অপশন খোলা রাখা উচিত। এটি দলীয় গণতন্ত্রেরও অনুষঙ্গ।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও বিএনপি তাদের অবস্থান তুলে ধরেছে। সালাহউদ্দিন বলেন, যদিও তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে, তবে এ বিষয়টি এখনো আপিল বিভাগের রিভিউ পর্যায়ে বিচারাধীন। বিএনপি আশা করে, আদালতের মাধ্যমে এই ব্যবস্থা পুনর্বহাল হবে। আর তা না হলে, জাতীয় সংসদ চাইলে নতুন আইন প্রণয়ন করে আবার এ পদ্ধতি চালু করতে পারে।
তিনি জানান, আজকের বৈঠকে দুইটি বিষয় ছিল একটি হলো তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি হলো একজন ব্যক্তি একসঙ্গে তিনটি পদে থাকতে পারবেন কি না।
তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে সালাহউদ্দিন বলেন, একটি পাঁচ সদস্যের কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টার মনোনয়নের প্রস্তাব এসেছে। এই কমিটিতে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, বিরোধী দলীয় হুইপ এবং তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকবেন।
এই কমিটি প্রস্তাবিত নাম আহ্বান করে শর্টলিস্ট করবে এবং প্রয়োজনে র্যাংকড চয়েস ভোটিংয়ের মাধ্যমেও উপদেষ্টা নির্বাচন করতে পারবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের জন্য দায়িত্ব পালন করবে, তবে জরুরি প্রয়োজনে আরও ৩০ দিন সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে সীমিত রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, প্রধানমন্ত্রীসদৃশ হলেও তার ক্ষমতা পূর্ণাঙ্গ হবে না।
সালাহউদ্দিন বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের বাস্তবতা এবং আন্তর্জাতিক রীতিনীতির আলোকে এ বিষয়ে একটি যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।”
তিনি জানান, কমিশন একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে এবং তা নিয়ে আলোচনা করে আগামী মঙ্গলবার বিএনপি তাদের মতামত দেবে।