.jpg)
সিলেট সদর উপজেলার ধোপাগুল-লালবাগ এলাকায় অভিযানে পাঁচটি পরিত্যক্ত পুকুর থেকে আনুমানিক দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান হৃদয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ জানান, পাঁচটি পুকুর থেকে দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসা এবং বৃষ্টির কারণে অভিযান স্থগিত করতে হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, পুকুরগুলোতে আরও পাথর থাকতে পারে। স্থানগুলো পরিত্যক্ত হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, উদ্ধার হওয়া পাথর স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্রাশার মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, অবৈধ কার্যক্রম দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।