
দীর্ঘমেয়াদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ ঘোষণা আসে ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল নোট প্রবেশের ঘটনার পরদিন।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, জাল নোট প্রবেশ রোধের উদ্দেশ্যে ব্যাটালিয়নের অধীনে থাকা সীমান্ত এলাকাগুলোতে সতর্কতা আরও বাড়ানো হয়েছে। সীমান্তের বিভিন্ন চেকপোস্টে বিজিবি সদস্যের সংখ্যা বৃদ্ধি এবং টহল জোরদার করা হয়েছে।
গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী বৈধ পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে, যাতে ভারত থেকে বাংলাদেশে কোনো জাল নোট প্রবেশ করতে না পারে।
লে. কর্নেল লতিফুল বারী আরও বলেন, “বিজিবি সবসময় সীমান্তে সতর্ক অবস্থায় থাকে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় আমরা কড়াকড়ি বজায় রাখব।”