
আজ বিশ্ব পর্যটন দিবস। দেশের অন্যান্য অঞ্চলের মতো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনসংলগ্ন জেলা বাগেরহাটেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ একত্র হয়ে সুন্দরবনসহ জেলার ঐতিহাসিক স্থাপনা রক্ষার শপথ নেন।
তাদের মতে, ষাটগম্বুজ মসজিদসহ বাগেরহাটের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে বৈশ্বিক অঙ্গনে আরও জোরালোভাবে উপস্থাপন করা জরুরি। একইসঙ্গে সুন্দরবনকে বাঁচাতে হলে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা অবিলম্বে বন্ধ করতে হবে। এজন্য সবার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে শোভাযাত্রাটি পুনরায় প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আলোচনায় অংশ নেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. রিয়াদুজ জামান এবং বাগেরহাট পর্যটন মোটেলের ব্যবস্থাপক এমডি আবুল কালাম মোল্লা প্রমুখ।
এছাড়া মোংলার পশুর হোটেল কর্তৃপক্ষও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। হোটেলের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পশুর নদীতে নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে ইঞ্জিনচালিত ১০টি নৌকা অংশ নেয়।