
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মধ্যে আশার সুর শোনা যাচ্ছে। তুরস্কের ইস্তান্বুল জায়িম বিশ্ববিদ্যালয়ের ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স সেন্টারের পরিচালক ও জননীতি বিষয়ক অধ্যাপক সামি আল-আরিয়ান বলেছেন, এই পরিকল্পনা কার্যকর হতে পারে, তবে তা নির্ভর করছে ইসরাইলি সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার এবং বন্দিদের মুক্তির ক্ষেত্রে ট্রাম্প কীভাবে পদক্ষেপ নেন তার ওপর।
আল-আরিয়ান বলেন, “আমার বিশ্বাস হামাস ও অন্যান্য পক্ষ এই যুদ্ধের অবসান ঘটাতে সর্বোচ্চ চেষ্টা করছে।” তিনি আরও যোগ করেন, “যদি ট্রাম্প সত্যিই যুদ্ধ শেষ করতে আগ্রহী হন, তাহলে তার প্রস্তাবের মাধ্যমে এ পথে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে।”
এরই মধ্যে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়া সত্ত্বেও ইসরাইল গাজা নগরীতে কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। শনিবার ভোর থেকে অন্তত সাতজন নিহত হয়েছেন।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, “রাতটি ছিল অত্যন্ত সহিংস। ইসরাইলি সেনারা গাজা নগরী এবং উপত্যকার অন্যান্য এলাকায় বহু বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন।”
সূত্র: আল-জাজিরা