
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) প্রবেশপত্র ওইদিন সন্ধ্যা ৬টা থেকে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে পরবর্তীকালে প্রকাশিত তথ্যে সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।
এর আগে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন হওয়ার কথা ছিল। পরে সেটি পিছিয়ে ৮ আগস্ট নির্ধারণ করা হয়। সর্বশেষ আবারও পরিবর্তন করে ১৯ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছে পরীক্ষার তারিখ।
২০২৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে আরও ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় পৌনে চার লাখ প্রার্থী।