পদ্মা নদীতে জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল


MARCH NAEEM 2ND/Rajbari-b8ab05f83dc14419aa83d4f5d9ee7525.jpg

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা ২৮ কেজি ওজনের এক কাতল মাছ বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। শনিবার (৩ মে) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে জালাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জালাল প্রামাণিক জানান, ভোররাতে তিনিসহ কয়েকজন সহযোগী জেলে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলে তা টেনে তুললেই দেখতে পান বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখেন মাছটি ২৮ কেজি।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘সকালে জেলে জালাল প্রামাণিক দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে মাছটি নিয়ে আসে। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নিই। মাছটি ফেরিঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে কেজিপ্রতি ৫০ বা ১০০ লাভে বিক্রি করা হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×