
সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু চুরি করার ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ৫টি গরু ও ট্রাক উদ্ধার করেছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাননান।
পুলিশ জানায়, ঘটনা ঘটেছিল শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে। বগুড়া থেকে ৩০টি গরু নিয়ে একটি ট্রাক মালিক রওনা হন। নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতি রোধ করে। এরপর ট্রাকের চালক ও গরুর মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীরা আশুলিয়া থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও অনুসন্ধান চালায়। পরে সকালে ময়মনসিংহ এলাকা থেকে ৫টি গরু ও ট্রাক উদ্ধার করা হয়।
ওসি আব্দুল হাননান বলেন, “পুলিশের অভিযান চলছেই। রাত পর্যন্ত কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”