
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ভোট আয়োজন নিয়ে কোনো শঙ্কা থাকা উচিত নয় এবং যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশের জন্য ততই মঙ্গল। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এবং তা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
ড. খালিদ হোসেন বলেন, “জনগণের রায়প্রাপ্ত দলের কাছে দায়িত্ব হস্তান্তর করব।”
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির নানুপুর মাদরাসার বার্ষিক মাহফিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “রিট করার অধিকার সবার আছে, সে বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নিবে। তবে, এটা নিশ্চিত যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।”
৮ দলের আন্দোলনের বিষয়ে ধর্ম উপদেষ্টা মন্তব্য করেন, “আন্দোলন যে কেউ করতে পারে। তবে, তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হয়, বৈঠক হয়। ৮ দল জনগণকে -হ্যাঁ-না ভোটে সম্পৃক্ত করতে চাইছে।”
এ সময় অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী এবং আল-মানাহিলের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উপস্থিতি ছিল।