
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বসতঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি অন্তত ৫ জন আহত হন।
রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় সংঘর্ষ চলছিল। ঘটনাস্থল থেকে শহরের কালিবাড়ি এলাকার হাফেজ মহসিনের ছেলে মো. ইমদাদুল এবং একই এলাকার শহীদ মিয়ার ছেলে সাগরকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মাস আগে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে সবুজবাগ ও সদর উপজেলার কিশোর গ্যাংয়ের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে মারামারি হয়। এর সূত্র ধরে রোববার রাতের সংঘর্ষ শুরু হয়। সবুজবাগ এলাকার নিশাদ বেপারী ও সদর উপজেলার জিলান গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষ দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে জড়ায়। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটে এবং বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।
সংবাদ পেয়ে সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানার পুলিশ প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় নিয়ন্ত্রণে আনা কিছুটা সময়সাপেক্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”