
চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজার এলাকার পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, হাজী সফর আলী সড়কের পাশে অবস্থিত একটি দোকানে গ্যাসের চুলা থেকে প্রথমে আগুন লাগে। খুব অল্প সময়ের মধ্যেই সেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা ধরে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে হাটহাজারী–নাজিরহাট মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং পরে বিস্তারিত জানানো হবে।