ত্বকের রঙ পরিবর্তন, পেছনে বড় কোন রোগের ইঙ্গিত নয়তো?


April 2025/Skin coloure change.jpg

ত্বকের রঙ পরিবর্তন কখনো কখনো সাধারণ কারণের জন্য হতে পারে, আবার কখনো এটি বড় কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। যদি ত্বকের রঙ ধীরে ধীরে বা হঠাৎ পরিবর্তন হয় এবং সঙ্গে অন্যান্য উপসর্গও থাকে, তাহলে এটি উপেক্ষা করা উচিত নয়।

ত্বকের রঙ পরিবর্তনের সম্ভাব্য কারণ:

লিভারের সমস্যা (যেমন জন্ডিস): ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে গেলে এটি জন্ডিসের লক্ষণ হতে পারে। জন্ডিস সাধারণত লিভারের রোগ, হেপাটাইটিস বা পিত্তনালির সমস্যার কারণে হয়।

রক্তস্বল্পতা (অ্যানিমিয়া): শরীরে আয়রনের অভাব হলে ত্বক ফ্যাকাশে বা সাদা দেখাতে পারে। সাধারণত ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা ইত্যাদি লক্ষণও থাকতে পারে।

ডায়াবেটিস ও রক্তপ্রবাহজনিত সমস্যা: ডায়াবেটিসের কারণে ত্বক কালচে হতে পারে, বিশেষ করে ঘাড়, বগল বা কনুইয়ের কাছে। পায়ের রঙ পরিবর্তন হলে এটি রক্ত সঞ্চালনের সমস্যার ইঙ্গিত দিতে পারে।

থাইরয়েডের সমস্যা: হাইপোথাইরয়েডিজমের কারণে ত্বক শুষ্ক ও ফ্যাকাশে হতে পারে। হাইপারথাইরয়েডিজম হলে ত্বক লালচে ও অতিরিক্ত ঘামতে পারে।

স্কিন ডিজঅর্ডার: ত্বকের নির্দিষ্ট অংশ সাদা হয়ে গেলে এটি ভিটিলিগোর লক্ষণ হতে পারে। মুখে বাদামি বা কালচে দাগ হলে মেলাজমা হতে পারে, যা সূর্যের আলো বা হরমোনজনিত কারণে হয়।

কিডনি বা ফুসফুসের রোগ: কিডনির সমস্যা থাকলে ত্বক ফ্যাকাশে বা হলদে হতে পারে।

ফুসফুসের দীর্ঘমেয়াদি সমস্যায় নখ ও ঠোঁট নীলচে হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

যদি ত্বকের রঙ হঠাৎ পরিবর্তন হয় বা এর সঙ্গে চুলকানি, ব্যথা, জ্বর, ক্লান্তি বা ওজন কমে যাওয়ার মতো উপসর্গ থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং যদি লম্বা সময় ধরে ত্বকের রঙ পরিবর্তন হয় এবং ভালো না হয়, তবে পরীক্ষা করানো জরুরি।

সতর্কতা:

ত্বকের রঙ পরিবর্তন সবসময় গুরুতর রোগের লক্ষণ নাও হতে পারে, তবে এটি শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে। তাই অবহেলা না করে সঠিক পরীক্ষা করিয়ে নেয়াই ভালো।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×