সাংবাদিক ও কবি সৌমিত্র দেবের মৃত্যুতে ওনাবের শোক


Jan 2025/Feb 2025/IMG-20250415-WA0016.jpg

অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) এর সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই। মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

সৌমিত্র দেব রেডটাইমস ডট কম অনলাইন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন খ্যাতিমান কবি হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই ডজনেরও বেশি। কবিতা, প্রবন্ধ ও ভ্রমণকাহিনীসহ সাহিত্যে  নানা শাখায় ছিল তাঁর দক্ষ পদচারণা।

তাঁর মৃতদেহ মৌলভীবাজারে নেওয়া হচ্ছে। যেখানে তাঁর সৎকার সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রিয় সহকর্মীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ওনাবের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার ও সদস্য সচিব শাহীন চৌধুরী। এক বিবৃতিতে তাঁরা সৌমিত্র দেবের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×