টেলিগ্রামে এলো এক গুচ্ছ নতুন ফিচার


March25 Naeem/tel-20250316135251.jpg

টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। ব্যবহারকারীদের চ্যাট এবং তথ্যের নিরাপত্তায় টেলিগ্রাম নানান ফিচার যুক্ত করেছে।

অ্যাপটিতে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি আপডেট। যা অ্যাপটির ব্যবহারকে আরও সহজ ও নিরাপদ করেছে। ফিচারগুলোর সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

নতুন মেসেজের জন্য স্টার মার্ক করার সুবিধা। এই নতুন ফিচারে কী করতে পারবেন ব্যবহারকারীরা? টেলিগ্রাম জানিয়েছে, প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে নতুন কোনো নম্বর থেকে বার্তা এলে তা স্টার করতে পারবেন তারা। যার ফলে স্প্যাম চ্যাট কমবে। এমনকি ব্যবহারকারীরা টেলিগ্রাম স্টার বানাতে পারবেন।

নয়া আপডেটে ‘কন্টাক্ট কনফার্মেশন’ নামে নতুন ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচারের ফলে কোনো অচেনা নম্বর থেকে বার্তা এলে, নতুন একটি নোটিফিকেশন আসবে ব্যবহারকারীর মোবাইলে। সেখানে বার্তা পাঠানোকারীর সব তথ্য থাকবে। তিনি কোন দেশের বাসিন্দা, কোনো গ্রুপে তারা একসঙ্গে রয়েছেন কি না, তাদের অ্যাকাউন্টের তথ্য যেমন, কবে থেকে ওই ব্যক্তি টেলিগ্রাম ব্যবহার করছেন ইত্যাদি তথ্য প্রদান করা হবে।

নতুন আপডেট ভার্সনে ব্যবহারকারীরা এখন তাদের জমানো স্টারগুলো ব্যবহার করে অন্যদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপহার দিতে পারবেন। টেলিগ্রাম আরও জানিয়েছে, ব্যবহারকারীরা ২১ দিন অন্তর তাদের স্টার ব্যবহার করতে পারবেন।

এছাড়াও প্রোফাইল কভারে ৬টি উপহার পিন করে রাখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সেটিংস থেকে মাই প্রোফাইলের গিফ্ট সেকশনে গিয়ে তা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×