
রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ঘেরাও কর্মসূচি উপলক্ষে নির্বাচন কমিশন ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। তারা অভিযোগ করেছেন, পোস্টাল ব্যালটসহ নির্বাচনী বিভিন্ন বিষয়ে কমিশন রাজনৈতিক হস্তক্ষেপ ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির দুপুর ১২টায় বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আজ রাত পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করব।"