
বিজয় দিবসকে সামনে রেখে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত করেছে বিএনপি, যা ডিসেম্বরের শুরু থেকেই দেশজুড়ে বিশেষ আলোচনার জন্ম দিয়েছিল।
দলটির পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিত সব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সময়সূচি জানিয়ে বলেন, ১ ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু হওয়ার কথা ছিল বিজয় মশাল রোড শোর। পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ফরিদপুরে এ রোড শো ও সমাবেশ আয়োজনের পরিকল্পনা ছিল। প্রতিটি বিভাগে মশাল বহন করার কথা ছিল সংশ্লিষ্ট অঞ্চলের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও একজন জুলাইযোদ্ধার।
১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মধ্য দিয়ে এই ‘বিজয় মশাল রোড শো’ শেষ হওয়ার কথা ছিল, যা এখন স্থগিত ঘোষণা করা হয়েছে দলের সিদ্ধান্তে।